হানির সঙ্গে মালাইকার নাচকে ‘অশ্লীল’ তকমা

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:১৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:১৫:০৭ অপরাহ্ন
কিছু মন্তব্য তো একেবারেই সীমা ছাড়িয়ে গিয়েছে, যেখানে তার বয়স এবং মা হওয়ার প্রসঙ্গ টেনে আনা হয়েছে। তবে অনেকেই পাল্টা প্রশ্ন তুলেছেন, একজন নারী মা বলেই কি তার পোশাক বা সংবেদনশীলতা নিয়ে সমালোচনা করা হবে? সমাজের এই দ্বিচারিতা নিয়েও সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক চলছে।

বিতর্কের মধ্যেও হানি সিং আত্মবিশ্বাসী। তার আসন্ন অ্যালবাম '৫১ গ্লোরিয়াস ডেজ'-এর অংশ এই গানটি। হানি জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট, যেখানে ৫১টি গান এবং ভিন্ন মুডের সংমিশ্রণ থাকবে। তিনি একে 'সঙ্গীতের উৎসব' বলে অভিহিত করেছেন। টিজার ঘিরে যতই আলোচনা হোক না কেন, পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও যে বিপুল মনোযোগ কাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

'চিলগাম'-এর টিজার ঘিরে ট্রোলিংয়ের পাশাপাশি মালাইকার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে গুঞ্জন। সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের কনসার্টে তার বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে থাকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে এক 'রহস্যময় পুরুষ' দেখা যাওয়ায় নতুন প্রেমের জল্পনা শুরু হয়। পরে রেডিট ব্যবহারকারীরা জানান, ওই ব্যক্তি আসলে মালাইকার দীর্ঘদিনের ম্যানেজার, নতুন কোনো সঙ্গী নন।

এর আগে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনেও নেটমাধ্যম সরগরম ছিল। ফলে মালাইকা এখন যেন একটানা আলোচনায় রয়েছেন, কখনও ব্যক্তিগত জীবন, 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও মালাইকা ১৯৯৮ সালে 'দিল সে' ছবির 'ছাইঁয়া ছাইঁয়া' গানের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান। এরপর 'মুন্নি বদনাম হুয়ি', 'অনারকলি ডিস্কো চলি', 'গুড় নাল ইশক মিঠা'-এর মতো অসংখ্য আইকনিক আইটেম নাম্বারে তিনি নিজের অসাধারণ নাচ এবং গ্ল্যামার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

তবে মালাইকার পরিচয় শুধুই একজন আইটেম গার্ল বা ফ্যাশন ডিভা নয়। তিনি একজন সফল উদ্যোক্তাও। 'ডিভা যোগা' নামের নিজের ফিটনেস ব্র্যান্ডের মাধ্যমে মালাইকা যোগব্যায়াম এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার ফিটনেস ভিডিও, যোগাসনের টিপস এবং ডায়েট রুটিন অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]