শুধু পর্দায় নয়, বাস্তব জীবনে রবীনা ও অক্ষয়ের প্রেম ছিল

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:৩৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:৩৬:৩৯ অপরাহ্ন
একসময় বলিউড কাঁপাতো রবীনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারের জুটি। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাঁদের প্রেম ছিল পেজ-থ্রির হট টপিক। শোনা যায়, বাগদান পর্যন্ত হয়েছিল তাঁদের, যদিও সেই সম্পর্ক পূর্ণতা পায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রবীনা এই পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন, যেখানে তিনি অকপটে তুলে ধরলেন তাঁর ভাবনা।

মানুষের মনে এখনও তাঁদের বাগদান ভাঙার বিষয়টি কেন এত আলোচনার বিষয়, এই প্রশ্নের উত্তরে রবীনা হেসে বলেন, "আমি তো সেই সব ভুলেই গিয়েছি! হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। 'মোহরা'-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনও যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়।

তিনি আরও যোগ করেন, আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা সেটাই এখনও লোকের মাথায় ঘুরছে! কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?

একসময় শোনা যেত অক্ষয় নাকি এমন মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়াতেন, যাঁদের চেহারায় রবীনার ছায়া থাকত। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রবীনা হেসে উত্তর দেন, "আমি এসব কখনও পড়তাম না। অযথা রক্তচাপ বাড়াব কেন? না পড়াই ভাল।

'মোহরা' ছবির সেটেই রবীনা এবং অক্ষয়ের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। তাঁদের সম্পর্ক তখন বলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল। নব্বইয়ের দশকের শেষ দিকে পরিবার-পরিজনের উপস্থিতিতে গোপনে বাগদানও সেরেছিলেন তাঁরা। তবে, ব্যক্তিগত মতবিরোধ এবং বিশ্বাসের অভাবের কারণে কয়েক বছরের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

বর্তমানে রবীনা ট্যান্ডন সুখে সংসার করছেন স্বামী অনীল ঠাডানির সঙ্গে। তাঁদের ২১ বছরের দাম্পত্য জীবন এবং দুই সন্তান রয়েছে। তাঁদের মেয়ে রাশা ঠাডানি চলতি বছরই 'আজাদ' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন।

অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। টুইঙ্কল হলেন কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে। অক্ষয় ও টুইঙ্কলের দুটি সন্তান আছে, ছেলে আরভ এবং মেয়ে নিতারা। কাজের বাইরে অক্ষয় নিজের পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

দীর্ঘ বিরতির পর রবীনা এবং অক্ষয়কে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিতে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]