পেঁয়াজের দাম ৫ দিনের মধ্যে না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:২১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:২১:৪৫ অপরাহ্ন
পেঁয়াজের দাম ৪ থেকে ৫ দিনের মধ্যে না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজের দাম যখন ৪০ থেকে ৪৫ টাকায় নেমেছিল, তা কৃষকের উৎপাদন খরচের জন্য ভালো ছিল না। এরপর দীর্ঘদিন পেঁয়াজের দাম সহনীয় ছিল।’ 

শেখ বশিরউদ্দীন বলেন, ‘সপ্তাহ দুয়েক ধরে পেঁয়াজের দাম বেড়েছে। ৪ থেকে ৫ দিনের মধ্যে মূল্য না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে। আমদানির জন্য আবেদন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পেঁয়াজের ভালো ফলন হয়েছে। শিগ্‌গিরই নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ জন্য মূল্য বৃদ্ধির কারণ নেই। তাই আশা করছি, এক সপ্তাহের মধ্যে দাম কমবে, না হলে আমদানির অনুমোদন দেওয়া হবে।’

উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, পেঁয়াজের কোনো সংকট নেই। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ১০ হাজার হাই ফ্লো মেশিন সরবরাহ করা হয়েছে।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজ আমদানির জন্য ২৮০০ আবেদন পড়েছে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না আসলে আমদানি অনুমোদন ইস্যু করা হবে।’

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]