উচ্চারণ নিয়ে বলিউডে হাসি-ঠাট্টা হত! এবার দীপিকার কণ্ঠ শোনা যাবে গোটা বিশ্বে

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩৬:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৪:৩৬:৫৫ অপরাহ্ন
ভারতীয় তারকাদের মধ্যে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনই প্রথম, যিনি মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই কণ্ঠস্বর এখন শুধুমাত্র দেশেই নয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বিশ্বের বিভিন্ন প্রান্তে শোনা যাবে। এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করে নিয়েছেন নায়িকা।

যে দীপিকার গলা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শুনছেন, একসময় বলিউডে তাঁর সেই কণ্ঠস্বর এবং উচ্চারণ নিয়েই তুমুল ঠাট্টা-বিদ্রূপ করা হত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা তুলে ধরে মুখ খুললেন দীপিকা।

দীপিকা বলেন, "এই মুহূর্তে মেটা এআইয়ের কণ্ঠস্বর আমি। কিন্তু একটা সময় ছিল যখন বলিউডে আমি সদ্য পথচলা শুরু করেছি। সেই সময় ভীষণভাবে আমার কণ্ঠস্বর, আমার উচ্চারণ নিয়ে ঠাট্টা করা হত।" তিনি আরও বলেন, "সময়ের সঙ্গে সঙ্গে সে সব বদলেছে। আমার কাছে এমন একটা সুযোগ এসেছে। আমাকে এই সবটাই অর্জন করতে হয়েছে। এমন অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে যা আমাকে নীরবে লড়াই করে অর্জন করতে হয়েছে, জিততে হয়েছে। কাজেই এগুলো আমার কাছে নতুন কিছু নয়।"

নিজের অভিনয় দক্ষতায় দীপিকা ইন্ডাস্ট্রিতে এক মজবুত জায়গা তৈরি করে নিয়েছেন। পাঁচশো কোটির সম্পত্তির অধিকারী এই নায়িকা পারিশ্রমিকের নিরিখেও এখন অভিনেতাদের সমপরিমাণ অর্থ গ্রহণ করেন। একইসঙ্গে ইন্ডাস্ট্রিতে সকলের সমান সুযোগসুবিধার জন্যও তিনি সোচ্চার হয়েছেন।

অন্যদিকে, মা হওয়ার পর কাজের ক্ষেত্রে তিনি যে শর্ত আরোপ করেছিলেন, তার জন্য সমালোচিত হলেও দীপিকা সেসবে কান দেননি, নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন।

মেটা এআই-এর অংশ হওয়ার পরেও দীপিকা স্পষ্ট করেন যে, মানুষের আবেগ ও অনুভূতির স্থান যন্ত্র নিতে পারে না। তিনি বলেন, "আমার মনে হয় এআই মানুষের অনেক কিছু নিয়ে নিলেও যা কক্ষণও নিতে পারবে না তা হল মানুষের আবেগ ও অনুভূতি। এই একটা জিনিসই রয়েছে যা শুধুমাত্র মানুষের।"

মেটা এআই-এর কণ্ঠস্বর হিসেবে এই নতুন প্রাপ্তি নিঃসন্দেহে দীপিকার কেরিয়ারে একটি বড় মাইলফলক, যা তিনি বেশ উপভোগ করছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]