সিক্স–এ–সাইড টুর্নামেন্ট হংকং সিক্সেসের প্লেট পর্বের ফাইনালে শেষ তিন বলে জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ছিল স্বাগতিক হংকংয়ের। বাংলাদেশের অধিনায়ক আকবর আলীর শেষ তিন বলেই ছক্কা হাঁকান আইজাজ খান। এতেই ম্যাচ হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
শেষ ওভারের প্রথম দুই বলেও ছক্কা হাঁকিয়েছেন আইজাজ খান। এরই মাঝে দুই ওয়াইড বলও করেন আকবর। শেষ ওভারে মোট ৩২ রান খরচ করেন বাংলাদেশের অধিনায়ক। এতেই ১ উইকেটের জয় পায় হংকং।
আকবর আলীর ওভারে ৫ ছক্কা মেরে হংকংকে জিতিয়েছেন আইজাজ খান
রোববার (৯ নভেম্বর) হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক আকবর ৭ ছক্কা ও ১ চারে ১৩ বলে ৫১ রান করেন। অন্যদের মধ্যে আবু হায়দার ৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ২৮, জিশান আলম ৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে এক আইজাজই করেছেন দলের দুই তৃতীয়াংশ রান। ২১ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১১টি ছক্কার সঙ্গে মারেন ৪টি চার। এছাড়া নিজাকাত খান ১০ বলে করেছেন ২৮ রান। এতেই প্লেট পর্বের ফাইনাল জিতে নেয় স্বাগতিকরা।
শেষ ওভারের প্রথম দুই বলেও ছক্কা হাঁকিয়েছেন আইজাজ খান। এরই মাঝে দুই ওয়াইড বলও করেন আকবর। শেষ ওভারে মোট ৩২ রান খরচ করেন বাংলাদেশের অধিনায়ক। এতেই ১ উইকেটের জয় পায় হংকং।
আকবর আলীর ওভারে ৫ ছক্কা মেরে হংকংকে জিতিয়েছেন আইজাজ খান
রোববার (৯ নভেম্বর) হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক আকবর ৭ ছক্কা ও ১ চারে ১৩ বলে ৫১ রান করেন। অন্যদের মধ্যে আবু হায়দার ৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ২৮, জিশান আলম ৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে এক আইজাজই করেছেন দলের দুই তৃতীয়াংশ রান। ২১ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১১টি ছক্কার সঙ্গে মারেন ৪টি চার। এছাড়া নিজাকাত খান ১০ বলে করেছেন ২৮ রান। এতেই প্লেট পর্বের ফাইনাল জিতে নেয় স্বাগতিকরা।