পদ্মা নদীর বিস্তীর্ণ চর এলাকায় 'কাকন বাহিনী' নামে পরিচিত একটি কুখ্যাত অপরাধী চক্রের বিরুদ্ধে পরিচালিত এক বিশাল যৌথ অভিযানে ২১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রাজশাহী, নাটোর, পাবনা এবং কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।
রোববার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত চলা এই অভিযানে নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর, ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে কাকন বাহিনীর সদস্যদের আটক করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিআইজি শাহজাহান জানান, গ্রেফতারকৃত ২১ জন সদস্যের কাছ থেকে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে প্রায় ১২০০ সদস্য অংশ নেন।
কাকন বাহিনীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি এবং চরের বালু ও ফসল লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে এই বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকালে ডিআইজি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং চলছিলো।
অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রাজশাহী, নাটোর, পাবনা এবং কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।
রোববার (৯ নভেম্বর) দুপুর পর্যন্ত চলা এই অভিযানে নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর, ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা থেকে কাকন বাহিনীর সদস্যদের আটক করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিআইজি শাহজাহান জানান, গ্রেফতারকৃত ২১ জন সদস্যের কাছ থেকে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে প্রায় ১২০০ সদস্য অংশ নেন।
কাকন বাহিনীর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি এবং চরের বালু ও ফসল লুটের মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে এই বাহিনীর গুলিতে ৩ জন কৃষক নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকালে ডিআইজি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং চলছিলো।