ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে গেছে কুমিল্লার চৌদ্দগ্রামে। লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ী ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইকের ওপর উল্টে পড়েছে একটি মালবাহী ট্রাক।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন নারীসহ ৩ জন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক ফেলনা পশ্চিমপাড়া মোড়ে কাজী বাড়ী ইউটার্নে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইককে চাপা দেয় উল্টে পড়া ট্রাকটি। এতে দুই অটোরিকশাই ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী মারা যান। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। সেইসঙ্গে আহত হন আরও অন্তত ৬ জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন নারীসহ ৩ জন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক ফেলনা পশ্চিমপাড়া মোড়ে কাজী বাড়ী ইউটার্নে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইককে চাপা দেয় উল্টে পড়া ট্রাকটি। এতে দুই অটোরিকশাই ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী মারা যান। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। সেইসঙ্গে আহত হন আরও অন্তত ৬ জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।