নাটোরের সিংড়ায় উত্তর ও দক্ষিণ দমদমা হিয়ালা বিলের শতাধিক কৃষি জমির কচুরী পানা অপসারণ কাজে বাঁধা দেওয়ার প্রতিবাদে অসাধু মৎস্য জীবির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ডের ভুক্তভোগী কৃষক।
মঙ্গলবার (১১নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা আমতলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাবুল হাসান বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, কৃষক রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, মুনসুর মোল্লা ও কৃষক আদনান প্রমূখ।
সমাবেশে কৃষকরা বলেন, বর্ষার পানিতে উজান থেকে কচুরিপানা ভেসে প্রায় শতাধিক হেক্টর কৃষি জমিতে জমা হয়েছে। যা আগামী বোরো ধান চাষের জন্য মারাত্মক হুমকি। আমরা ওই কচুরী পানা জলার বাতা খাল দিয়ে অপসারণ করতে গেলে কিছু অসাধু মৎস্য জীবি খাল দখলকারী কুচক্রী মহল বাঁধা দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে কচুরিপানা অপসারণের দাবি করছি।