সদ্য বাবা হয়েছেন বলিউডের 'হট' নায়ক ভিকি কৌশল। ক্যাটরিনা কাইফ-পতি এবার অভিনেত্রী কৃতি শ্যাননকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন কাজল এবং টুইঙ্কল খান্নার চ্যাট শো 'টু মাচ'-এর আসন্ন পর্বে। এই মজার এপিসোডের একটি ভাইরাল হওয়া ক্লিপে ভিকিকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রসবোধ, সব কিছুতেই মন খুলে কথা বলতে দেখা গেছে।
সঙ্গী হিসেবে কী বেশি জরুরি?
গত সপ্তাহেই স্ত্রী ক্যাটরিনা মা হয়েছেন। কোলে এসেছে পুত্র সন্তান। জুনিয়র কৌশলকে নিয়ে এখন ভিকি-ক্যাটরিনার সারাদিনের ব্যস্ততা। স্বাভাবিকভাবেই বউয়ের সঙ্গে খোশগল্পের সুযোগ এখন কম। এমন পরিস্থিতিতে কাজল ভিকিকে সরাসরি প্রশ্ন করেন, সঙ্গীর সঙ্গে ভাল কথোপকথন নাকি ভাল সেক্স, দুটোর মধ্যে কোনটা বেশি জরুরি?
এর উত্তরে ভিকি কৌশল মজার ছলে স্পষ্ট ইঙ্গিত দেন, যৌনতাই বেশি প্রয়োজন! তিনি বলেন, "বাকি সবকিছু তো হতেই থাকবে, তবে…।" ভিকির এই খোলামেলা উত্তরে শোয়ে থাকা সকলেই হেসে ওঠেন।
ভিকি কৌশল যখন টুইঙ্কলকে জড়িয়ে ধরে হ্যালো বলেন, তখন অক্ষয় ঘরণী কিছুটা রুষ্ট হয়ে বলেন, "ঠিক আছে, আমাদের হ্যালো এবং অল্প বয়সী মেয়েদের হাতে হাত...", ভিকি সঙ্গে সঙ্গে উত্তর দেন, "আমি অল্পবয়সী মেয়েদের পা ছুঁই।" কৃতি তখন মজা করে বলেন, "পা ছুঁয়ে দিলে মার খেতে হবে।"
এরপর ভিকি সোফায় বসে বলেন, "আমি তোমাদের দুজনকেই খুব ভয় পাই।" উত্তরে টুইঙ্কল মজা করে বলেন, "আমরা শুধু তোমাকে কাঁচা চিবিয়ে খাব।" এর মধ্যেই টুইঙ্কল কৃতিকে তাঁর বর্তমান ক্রাশ কে জিজ্ঞাসা করলে কৃতি জানান, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। টুইঙ্কল তখন রহস্য করে বলেন, তিনি নামটি জানেন, তবে কৃতি লুকিয়ে রাখায় তিনিও কিছু বলবেন না।
সঙ্গী হিসেবে কী বেশি জরুরি?
গত সপ্তাহেই স্ত্রী ক্যাটরিনা মা হয়েছেন। কোলে এসেছে পুত্র সন্তান। জুনিয়র কৌশলকে নিয়ে এখন ভিকি-ক্যাটরিনার সারাদিনের ব্যস্ততা। স্বাভাবিকভাবেই বউয়ের সঙ্গে খোশগল্পের সুযোগ এখন কম। এমন পরিস্থিতিতে কাজল ভিকিকে সরাসরি প্রশ্ন করেন, সঙ্গীর সঙ্গে ভাল কথোপকথন নাকি ভাল সেক্স, দুটোর মধ্যে কোনটা বেশি জরুরি?
এর উত্তরে ভিকি কৌশল মজার ছলে স্পষ্ট ইঙ্গিত দেন, যৌনতাই বেশি প্রয়োজন! তিনি বলেন, "বাকি সবকিছু তো হতেই থাকবে, তবে…।" ভিকির এই খোলামেলা উত্তরে শোয়ে থাকা সকলেই হেসে ওঠেন।
ভিকি কৌশল যখন টুইঙ্কলকে জড়িয়ে ধরে হ্যালো বলেন, তখন অক্ষয় ঘরণী কিছুটা রুষ্ট হয়ে বলেন, "ঠিক আছে, আমাদের হ্যালো এবং অল্প বয়সী মেয়েদের হাতে হাত...", ভিকি সঙ্গে সঙ্গে উত্তর দেন, "আমি অল্পবয়সী মেয়েদের পা ছুঁই।" কৃতি তখন মজা করে বলেন, "পা ছুঁয়ে দিলে মার খেতে হবে।"
এরপর ভিকি সোফায় বসে বলেন, "আমি তোমাদের দুজনকেই খুব ভয় পাই।" উত্তরে টুইঙ্কল মজা করে বলেন, "আমরা শুধু তোমাকে কাঁচা চিবিয়ে খাব।" এর মধ্যেই টুইঙ্কল কৃতিকে তাঁর বর্তমান ক্রাশ কে জিজ্ঞাসা করলে কৃতি জানান, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। টুইঙ্কল তখন রহস্য করে বলেন, তিনি নামটি জানেন, তবে কৃতি লুকিয়ে রাখায় তিনিও কিছু বলবেন না।