বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শরিফুল ইসলাম জনি। তিনি এর আগে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পূর্বতন আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটন সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় যুবদলের পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে জনিকে এই নতুন দায়িত্ব দেওয়া হলো।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বুধবার (১২ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, শরিফুল ইসলাম জনি ২০২১ সালে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, মো. শরিফুল ইসলাম জনিকে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পূর্বতন আহ্বায়ক মো. মাহফুজুর রহমান রিটন সম্প্রতি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় যুবদলের পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে জনিকে এই নতুন দায়িত্ব দেওয়া হলো।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বুধবার (১২ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, শরিফুল ইসলাম জনি ২০২১ সালে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, মো. শরিফুল ইসলাম জনিকে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।