নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নারী সমাজের আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, গত ১২ নভেম্বর পবা হরিয়ান সুগার মিল এলাকায় বিএনপি নেত্রী মোছা নিলুফা ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সময়, জামায়াতে ইসলামীর কর্মী মো. নুরুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পায়ের জুতা দিয়ে শারীরিক লাঞ্ছনার শিকার করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বলে নির্বাচিত হলে নারীদের সম্মান করবে, কিন্তু নির্বাচনের আগেই নারীদের প্রতি লাঞ্ছনার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ৫ আগস্টের পর জামায়াত মনে করছে তারা ক্ষমতায় এসেছে এবং দেশব্যাপী অপকর্ম চালিয়ে যাচ্ছে। কোন মা-বোনের ইজ্জত নিয়ে খেলা চলতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান এবং নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীলতা ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শফিকুল হক মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের মনোনীত সংসদ প্রার্থী। মাহমুদা হাবিবা, সদস্য, কেন্দ্রীয় মিডিয়া সেল, বিএনপি। রোকসানা বেগম টুকটুকি, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ মহিলা দল। এডভোকেট সামসাদ বেগম মিতালী, সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা। অধ্যক্ষ সখিনা খাতুন, সাধারণ সম্পাদিকা, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর প্রমুখ নেতৃবৃন্দ।
সচেতন নারী সমাজের আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, গত ১২ নভেম্বর পবা হরিয়ান সুগার মিল এলাকায় বিএনপি নেত্রী মোছা নিলুফা ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সময়, জামায়াতে ইসলামীর কর্মী মো. নুরুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পায়ের জুতা দিয়ে শারীরিক লাঞ্ছনার শিকার করেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বলে নির্বাচিত হলে নারীদের সম্মান করবে, কিন্তু নির্বাচনের আগেই নারীদের প্রতি লাঞ্ছনার ঘটনা অত্যন্ত লজ্জাজনক। ৫ আগস্টের পর জামায়াত মনে করছে তারা ক্ষমতায় এসেছে এবং দেশব্যাপী অপকর্ম চালিয়ে যাচ্ছে। কোন মা-বোনের ইজ্জত নিয়ে খেলা চলতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান এবং নির্বাচিত সরকারের মাধ্যমে স্থিতিশীলতা ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত নুরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট শফিকুল হক মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনের মনোনীত সংসদ প্রার্থী। মাহমুদা হাবিবা, সদস্য, কেন্দ্রীয় মিডিয়া সেল, বিএনপি। রোকসানা বেগম টুকটুকি, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ মহিলা দল। এডভোকেট সামসাদ বেগম মিতালী, সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা। অধ্যক্ষ সখিনা খাতুন, সাধারণ সম্পাদিকা, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর প্রমুখ নেতৃবৃন্দ।