চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টা ৫৫ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, অলিনগর এলাকার নবী মেম্বারের বাড়ির গোয়ালঘরের পাশে ঝোপের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্রশস্ত্র পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ তথ্যের ভিত্তিতে, গত মিনিটে র্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে কাপড়ে মোড়ানো অবস্থা থেকে ১টি ট্রিগারযুক্ত কালো রঙের ২০.৫ ইঞ্চি লম্বা দোনলা শুটারগান, ১টি ট্রিগারযুক্ত কালো রঙের ১৭ ইঞ্চি লম্বা দোনলা শুটারগান এবং ১টি ট্রিগারযুক্ত সাড়ে ১১ ইঞ্চি লম্বা একনলা শুটারগান উদ্ধার করা হয়। এছাড়াও ১২টি সবুজ রঙের ১২ বোর কার্তুজ, ১১টি দেশীয় ছুরি, ২টি রামদা এবং ১টি লাল রঙের বেসবল ব্যাট জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৯টা ৫৫ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, অলিনগর এলাকার নবী মেম্বারের বাড়ির গোয়ালঘরের পাশে ঝোপের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় অস্ত্রশস্ত্র পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ তথ্যের ভিত্তিতে, গত মিনিটে র্যাব-৭ এর একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে কাপড়ে মোড়ানো অবস্থা থেকে ১টি ট্রিগারযুক্ত কালো রঙের ২০.৫ ইঞ্চি লম্বা দোনলা শুটারগান, ১টি ট্রিগারযুক্ত কালো রঙের ১৭ ইঞ্চি লম্বা দোনলা শুটারগান এবং ১টি ট্রিগারযুক্ত সাড়ে ১১ ইঞ্চি লম্বা একনলা শুটারগান উদ্ধার করা হয়। এছাড়াও ১২টি সবুজ রঙের ১২ বোর কার্তুজ, ১১টি দেশীয় ছুরি, ২টি রামদা এবং ১টি লাল রঙের বেসবল ব্যাট জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।