চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকায় মোবাইল মেকানিক আকাশ ঘোষ (২৬) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. সানি (২৪) এবং তার দুই সহযোগী মো. ইউসুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)—কে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৭।
১৪ নভেম্বর রাত ১টার দিকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সানি ও তার সহযোগীরা কসাইপাড়া এলাকায় আকাশকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
র্যাব জানায়, চন্দনাইশের রৌশন হাট এলাকায় অভিযান চালিয়ে সানিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার চৈতন্য গলি এলাকা থেকে ইউসুফ ও ফয়সালকে আটক করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব-৭ জানিয়েছে।