সড়ক দুর্ঘটনায় বিশ্বব্যাপী নিহতদের স্মরণে রাজশাহীতে পালিত হলো ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস-২০২৫। নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মোমবাতি প্রজ্জ্বলন করে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। একইসাথে সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
রবিবার সন্ধ্যায় মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে নিসচার কার্যালয়ের সামনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। তিনি তার বক্তব্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, রাজশাহী বেতারের উপস্থাপক ও নাট্যকার কলিম উদ্দিন, সঙ্গীত শিল্পী এনায়েত আজিজ মিতা, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ এবং কার্যকরী সদস্য আজমিরা আক্তার পাপিয়া ও সবুজ আলী। এছাড়াও মেরিনা, তমা, পিংকী, চন্দনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, প্রতিটি মৃত্যুই একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। অসাবধানতা ও নিয়ম না মানার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা বছরব্যাপী সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। এর মধ্যে রয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা, ট্রাফিক ক্যাম্পেইন এবং লিফলেট বিতরণ।
রবিবার সন্ধ্যায় মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে নিসচার কার্যালয়ের সামনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। তিনি তার বক্তব্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, রাজশাহী বেতারের উপস্থাপক ও নাট্যকার কলিম উদ্দিন, সঙ্গীত শিল্পী এনায়েত আজিজ মিতা, সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ এবং কার্যকরী সদস্য আজমিরা আক্তার পাপিয়া ও সবুজ আলী। এছাড়াও মেরিনা, তমা, পিংকী, চন্দনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তারা বলেন, প্রতিটি মৃত্যুই একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। অসাবধানতা ও নিয়ম না মানার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখা বছরব্যাপী সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। এর মধ্যে রয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা, ট্রাফিক ক্যাম্পেইন এবং লিফলেট বিতরণ।