পত্নীতলায় বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধন

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:৪৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:৪৭:২২ অপরাহ্ন
পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে জিএএসএন কর্মসূচির আওতায় ও প্রাকৃতিক কৃষক সমাজ এর সহযোগীতায় ও পত্নীতলা বীজ বাংক সমূহ ও আদিবাসী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের নজিপুর কার্যালয়ে রোববার ১৬-২২ নভেম্বর ২০২৫ শীতকালীন শাক সবজির বীজ বিনিময় সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বীজ বিনিময় সপ্তাহের উদ্বোধনীতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন বলেন "বিনিময়ের মাধ্যমে আমাদের দেশীয় বীজকে টিকিয়ে রাখতে হবে। দেশী জাতের শাকসবজি ও ফলমূল যতো বেশি উৎপাদন হবে মানুষ ততো বেশি রোগমুক্ত জীবন যাপন করতে পারবে। দেশি বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণ উদ্দেশ্যে দি হাঙ্গার প্রজেক্ট টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসূচির উদ্যোগে সারাদেশে ৫০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে। গর্ভবতী মা, পাঁচ বছরের কম বয়সী শিশু এবং জনসাধারণের পুষ্টি নিশ্চিত করাই এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।

উক্ত অনুষ্ঠানে উপজেলায় গড়ে ওঠা ৩০ টি বীজ ব্যাংক হতে সংগ্রহকৃত প্রায় ৬০ কেজি বীজ প্যাকেট জাতকরণ এবং ৬টি গ্রামের ৮৮০ টি পরিবারের উদ্দেশ্যে বীজ বিনিময় করা হয়। এ সময় উদ্বোধনী উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় দুই হাজার পরিবারকে শীতকালীন শাকসবজির বীজ বিনিময় করা হয়। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]