রাজশাহীর মোহনপুর উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সভায় স্থানীয় শিক্ষার উন্নয়ন, শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা এবং পাঠদানের পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, "মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠার জন্য শিক্ষক সমাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যালয়গুলোর উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।" তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হোসেন এবং সঞ্চালনা করেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব-অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন ও আব্দুল কাদের।
এছাড়াও কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
রবিবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
সভায় স্থানীয় শিক্ষার উন্নয়ন, শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা এবং পাঠদানের পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, "মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠার জন্য শিক্ষক সমাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যালয়গুলোর উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।" তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হোসেন এবং সঞ্চালনা করেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব-অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন ও আব্দুল কাদের।
এছাড়াও কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে তাদের বক্তব্য উপস্থাপন করেন।