চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিহাব আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সিহাব আলী শিবগঞ্জ উপজেলার জমিনপুর খাড়োগ্রাম এলাকার মো. মতিউর রহমানের ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে চৌকা মনাকা স্বর্ণকারপাড়ায় মোঃ মিজানের সার ও বীজের দোকানের উত্তর পাশে নূর মোহাম্মদের পতিত জমি থেকে সিহাবকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়, আটক সিহাব আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সিহাব আলী শিবগঞ্জ উপজেলার জমিনপুর খাড়োগ্রাম এলাকার মো. মতিউর রহমানের ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে চৌকা মনাকা স্বর্ণকারপাড়ায় মোঃ মিজানের সার ও বীজের দোকানের উত্তর পাশে নূর মোহাম্মদের পতিত জমি থেকে সিহাবকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়, আটক সিহাব আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।