দিনকয়েক আগেই টুইঙ্কল খান্না ও কাজল দু’জনেই সমস্বরে জানান, সম্পর্কে শারীরিক প্রতারণা কোনও বড় কথা নয়। বরং মানসিক প্রতারণা অনেক বেশি কষ্টের। টুইঙ্কলের মত, এক রাতের সহবাস নিয়ে নিয়ে বেশি ভাবার কিছু নেই। যদিও দুই অভিনেত্রীর এ হেন মন্তব্যে নিন্দার ঝড় সমাজমাধ্যমে। এ বার টুইঙ্কল-কাজলের মন্তব্যের পাল্টা জবাব দিলেন হুমা কুরেশি।
দুই অভিনেত্রীর অনুষ্ঠান ‘টু মাচ’-এ সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ উঠলে, শারীরিক প্রতারণা নিয়ে ছুতমার্গ নেই বলে জানান কাজল ও টুইঙ্কল। একই মত ছিল পরিচালক কর্ণ জোহরের। এই প্রসঙ্গে হুমা বলেন, ‘‘প্রতারণার কোনও প্রকারভেদ হয় না। শারীরিক হোক কিংবা মানসিক, দুই প্রতারণাই সমান। আমার কাছে সম্পর্কটা সাদা-কালোর মতো। হয় তুমি কারও সঙ্গে থাকো নয়তো থেকো না। এর বেশি কোনও জটিলতা নেই। আসলে আমি ভালবাসার ক্ষেত্রে প্রাচীনপন্থী। একেবারে সহজ সরল মেয়ে।’’
টুইঙ্কল অবশ্য সেই কথপকথনে মন্তব্য করেছিলেন, নতুন প্রজন্ম যখন তাঁদের মতো পঞ্চাশের কোঠায় পা দেবে, তখন এই একই জিনিস উপলব্ধি করবে। টুইঙ্কলের এ হেন মন্তব্যের বিরোধিতা করে হুমা বলেন, ‘‘সম্পর্কে এত ছা়ড়! এ সব বুঝি না আমি। যদি এ সব করার হয়, তা হলে একা থাকুন।’’
সম্প্রতি রচিত সিংহের সঙ্গে হুমার সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির এই খ্যাতানামী কাস্টিং পরিচালকের সঙ্গে নাকি বাগ্দানও সেরে ফেলেছেন অভিনেত্রী।
দুই অভিনেত্রীর অনুষ্ঠান ‘টু মাচ’-এ সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ উঠলে, শারীরিক প্রতারণা নিয়ে ছুতমার্গ নেই বলে জানান কাজল ও টুইঙ্কল। একই মত ছিল পরিচালক কর্ণ জোহরের। এই প্রসঙ্গে হুমা বলেন, ‘‘প্রতারণার কোনও প্রকারভেদ হয় না। শারীরিক হোক কিংবা মানসিক, দুই প্রতারণাই সমান। আমার কাছে সম্পর্কটা সাদা-কালোর মতো। হয় তুমি কারও সঙ্গে থাকো নয়তো থেকো না। এর বেশি কোনও জটিলতা নেই। আসলে আমি ভালবাসার ক্ষেত্রে প্রাচীনপন্থী। একেবারে সহজ সরল মেয়ে।’’
টুইঙ্কল অবশ্য সেই কথপকথনে মন্তব্য করেছিলেন, নতুন প্রজন্ম যখন তাঁদের মতো পঞ্চাশের কোঠায় পা দেবে, তখন এই একই জিনিস উপলব্ধি করবে। টুইঙ্কলের এ হেন মন্তব্যের বিরোধিতা করে হুমা বলেন, ‘‘সম্পর্কে এত ছা়ড়! এ সব বুঝি না আমি। যদি এ সব করার হয়, তা হলে একা থাকুন।’’
সম্প্রতি রচিত সিংহের সঙ্গে হুমার সম্পর্কের গুঞ্জন জোরালো হয়েছে। শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির এই খ্যাতানামী কাস্টিং পরিচালকের সঙ্গে নাকি বাগ্দানও সেরে ফেলেছেন অভিনেত্রী।