রাতে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের আগুন

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১২:১০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১২:১০:১৮ অপরাহ্ন
মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা গ্রামীণ ব্যাংক ভবনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্রসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, রাত সাড়ে তিনটার দিকে জানালা দিয়ে পেট্রোল ঢেলে কে বা কারা আগুন দেয়। এতে অফিসের কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান যুগান্তরকে বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]