রাজধানীতে মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ড: ডিএমপি

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৩:২৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৩:২৮:১৩ অপরাহ্ন
গত ১০ মাসে রাজধানী ঢাকায় ১৯৮টি হত‍্যাকাণ্ড ঘটেছে। সেই হিসাবে প্রতি মাসে গড়ে ঢাকায় ২০টি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত‍্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অক্টোবরে রাজধানীতে হত‍্যাকাণ্ডের ঘটনা ১৮টি। বেশির ভাগ ঘটনায় আমরা দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তারসহ নানা করণে এসব হত্যাকাণ্ড ঘটে বলে জানান তিনি।

তালেবুর রহমান জানান, পল্লবীর যুবদল নেতা খুনের ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জনি।

তদন্তকাজ চলমান জানিয়ে তিনি বলেন, তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। উদ্ধার করা যায়নি অস্ত্র। দোষীদের গ্রেফতারে আমরা সচেষ্ট আছি। যেকোনো ধরনের নাশকতা প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে রাজধানীতে। পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]