জি গ্রুপের ম্যঅচে লিথুয়ানিয়ার বিপক্ষে ড্র করলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো নেদারল্যান্ডসের। তবে ডাচরা কোনমতে নয় দাপট দেখিয়ি জায়াগ করে নিয়েছে বিশ্বকাপের আগামী আসারে।
আমস্টারডামে লিথুনিয়াকে কোণঠাসা করে রাখা ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে গোল করেছেন তিজানি রেইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমনস ও ডোনিয়েল মালান। এই ম্যাচ শেষে শীর্ষে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৮ ম্যাচে ২০, সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে প্লে–অফে গেল রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড।
ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ১৬ মিনিটে মিডফিল্ডার তিনাজি রেইন্ডার্সের গোলে ১ম লিড নেয় অরেঞ্জরা। এরপর ম্যাচের দ্বিতীয়র্ধের ৬ মিনিটের ডাচ টর্নেডোতে উড়ে যায় লিথুয়ানিয়া।
ম্যাচের ৫৮ মিনিটে স্পটকিক থেকে দ্বিতীয় গোল করেন কোডি গ্যাকপো। ৬০ মিনিটে জাভি সিমন্স স্কোর লাইন করেন ৩-০। ডাচদের হয়ে ম্যাচের ৬২ মিনিটে চতুর্থ গোল করনে ডোনিয়েল মালেন । ফলে, ৪-০ গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসরা। দুই নম্বরে থাকা পোল্যান্ড খেলবে প্লে অফ।
আমস্টারডামে লিথুনিয়াকে কোণঠাসা করে রাখা ম্যাচে নেদারল্যান্ডসের হয়ে গোল করেছেন তিজানি রেইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমনস ও ডোনিয়েল মালান। এই ম্যাচ শেষে শীর্ষে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট ৮ ম্যাচে ২০, সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে প্লে–অফে গেল রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড।
ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ১৬ মিনিটে মিডফিল্ডার তিনাজি রেইন্ডার্সের গোলে ১ম লিড নেয় অরেঞ্জরা। এরপর ম্যাচের দ্বিতীয়র্ধের ৬ মিনিটের ডাচ টর্নেডোতে উড়ে যায় লিথুয়ানিয়া।
ম্যাচের ৫৮ মিনিটে স্পটকিক থেকে দ্বিতীয় গোল করেন কোডি গ্যাকপো। ৬০ মিনিটে জাভি সিমন্স স্কোর লাইন করেন ৩-০। ডাচদের হয়ে ম্যাচের ৬২ মিনিটে চতুর্থ গোল করনে ডোনিয়েল মালেন । ফলে, ৪-০ গোলের জয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসরা। দুই নম্বরে থাকা পোল্যান্ড খেলবে প্লে অফ।