বলিউড থেকে সোজা হলিউড, অস্কারজয়ী তারকার নায়িকা দিশা পটানি

আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১১:৪৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১১:৪৫:১৫ অপরাহ্ন
বলিউডের গ্ল্যামার গার্ল এবার হলিউডে! তাও আবার অস্কারজয়ী কেভিন স্পেসির পরিচালনায় সুপারন্যাচারাল অ্যাকশন থ্রিলার ‘হোলিগার্ডস’-এ মুখ্য চরিত্রে — দিশা পাটানি।

দু'দশক পর পরিচালনায় ফিরলেন স্পেসি। আর সেই ছবির হেডলাইন এখন দিশা নিজেই। শ্যুট হয়েছে মেক্সিকোর দুর্ধর্ষ লোকেশনে। আর সেখানে দিশা একেবারে চোখ ধাঁধানো! ‘ডুরাঙ্গো’ ছবিতে দিশার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ডলফ লুন্ডগ্রেন (রকি ৪, দ্য এক্সপেন্ডেবলস), টাইরিজ গিবসন (ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস) এবং ব্রিয়ানা হিল্ডেব্র্যান্ড (ডেডপুল,লুসিফার) এর মতো হলিউডের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রীরা। তবু আন্তর্জাতিক ছবি সমালোচকদের চোখে যিনি একঝলকে বাজিমাৎ করেছেন, তিনি দিশা। এক ইন্ডাস্ট্রি সূত্র জানাচ্ছেন, দিশার দৃশ্যগুলো নাকি ভিজ্যুয়ালি অসাধারণ! অভিনেত্রীর  উপস্থিতি একেবারে জমজমাট। এই প্রজেক্টে বলি-অভিনেত্রীই এক্স-ফ্যাক্টর।

এই থ্রিলার মূলত একটি বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজির প্রথম অধ্যায়। যেখানে অতিপ্রাকৃত শক্তির বিরুদ্ধে লড়বে মানবজাতির শেষ সেনারা। ছবিটি এখন পোস্ট-প্রোডাকশনের মাঝপথে, কিন্তু ইতিমধ্যেই হলিউড-বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই গুঞ্জন চরমে।

ইতিমধ্যেই ‘ডুরাঙ্গো’-র সেট থেকে দিশার শুটিংয়ের একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা বলছেন,“দিশা যেন পর্দায় আন্তর্জাতিক দুনিয়ার পরবর্তী অ্যাকশন গডেস!” ইন্ডাস্ট্রির অন্দরের এক সূত্রের কথায়, “জানুয়ারিতেই ‘ডুরাঙ্গো’-তে শুট করছিলেন দিশা, টাইরিজ গিবসনের সঙ্গে। সে দৃশ্যগুলো দেখলে বোঝা যায়, দিশা কোথায় পৌঁছে গেছেন — এ এক অন্য পর্যায়।”

 হলিউডের পাশাপাশি বলিউডেও দিশার ব্যস্ততা তুঙ্গে — আসছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ‘হোলিগার্ডস’-এর সঙ্গে সঙ্গেই দিশা হাজির হচ্ছেন বলিউডের আইকনিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় ছবিতে — ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, মুক্তি ২০২৫-এ।

 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]