রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৭:৫৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৭:৫৫:০৮ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসনেগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে ক্ষমতার দাপটে জোর প‚র্বক জমি দখল করে নিয়েছে কসির উদ্দীনের পরিবার। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভির রাতে হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামে।

জানাযায়, কলেন চন্দ্র এই জমি ৩০ বছর প‚র্বে ক্রয় সুত্রে মালিক এবং জমিটি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। হটাৎ করেই দেশের পট পরিবর্তনের পর একই গ্রামের কসির উদ্দীন,আব্দুর রহিম, রশিদ, মাসুদ,রহমানও উসমান আলী’র পরিবারের লোকজন মিলে ১২৬ নং খতিয়ানের ১০৬ নং দাগের ৮৩ শতক জমি ২৫ সালের আগষ্ট মাসে একদল ভ‚মিদস্যু ক্ষমতার দাপটে আমন ধানের চারা রোপণ করে। এনিয়ে কলেন চন্দ্র রায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

জমির মালিক কলেনের স্ত্রী প্রভা রাণী জানান,এই জমি আমার স্বামী গত ৩০ বছর আগে ক্রয়সুত্রে মালিক হন। ২৫ সালের আগষ্ট মাসে তাঁরা জোর প‚র্বক জমিতে আমন ধানের চারা রোপণ করে দেয়। এবং জমিটি দথলে রাখার জন্য আইনকে অমান্য করে রাতের আধারে ধান কর্তন করে। দিনে লোকদেখানো খরগুলি কর্তন করতেছে। এই জমির শোকে আমার স্বামী স্টোক করে মারা যায়। একই এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও শামসুল নিহার জানান,আমি দীর্ঘ দিন ধরে দেখে আসছি এই জমি কলেন চাষাবাদ করে আসছে। গত ১৫ বছর ধরে আমাকে জমিটা খায় খালাসি হিসেবে চাষাবাদ করার জন্য দেয়। আমি চাষাবাদ করে আসছি ।
হটাৎ করেই আমন ধান লাগানোর সময় তারা জোর প‚র্বক ধান রোপন করে গত পরশুদিন রাতে সেগুলো কেটে নিয়ে চলে যায়। এপ্রসঙ্গে কসির উদ্দীন রাতে ধান কাটার সত্যতা স্বীকার করে বলেন, কলেন এক অংশের মালিক,আমরা তিন অংশের মালিক তাই জমিটা দখল করেছি। এজন্য আদালতে মামলাও চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]