প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হচ্ছে। এ সিনেমাটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চৌধুরী। এতে প্রযোজনায় আছে সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্স। এটি মূলত একজন মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি জীবনীভিত্তিক সিনেমা। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে।
নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক সিনেমার নাম ‘মা বন্দে’। আর সেই বায়োপিকে মোদির প্রয়াত মা হীরাবেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। অন্যদিকে মোদির চরিত্রে দেখা যাবে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দনকে।
এ বায়োপিক নিয়ে নির্মাতারা বলেছেন, নরেন্দ্র মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে সিনেমায় উন্নত ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রী রাভিনারও শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন হবে।
এ বিষয়ে অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা। সিনেমায় হীরাবেনের শৈশব, পারিবারিক সংগ্রাম এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারকে ধরে রাখার গল্প উঠে আসবে।
এদিকে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন বলেছেন, মোদির চরিত্রে অভিনয় করা তার কাছে সম্মানের। শৈশব থেকে গুজরাটে বেড়ে ওঠার সময় মোদিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার অভিনয়ে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।
নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক সিনেমার নাম ‘মা বন্দে’। আর সেই বায়োপিকে মোদির প্রয়াত মা হীরাবেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। অন্যদিকে মোদির চরিত্রে দেখা যাবে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দনকে।
এ বায়োপিক নিয়ে নির্মাতারা বলেছেন, নরেন্দ্র মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে সিনেমায় উন্নত ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রী রাভিনারও শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন হবে।
এ বিষয়ে অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা। সিনেমায় হীরাবেনের শৈশব, পারিবারিক সংগ্রাম এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারকে ধরে রাখার গল্প উঠে আসবে।
এদিকে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন বলেছেন, মোদির চরিত্রে অভিনয় করা তার কাছে সম্মানের। শৈশব থেকে গুজরাটে বেড়ে ওঠার সময় মোদিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার অভিনয়ে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।