বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের

আপলোড সময় : ২০-১১-২০২৫ ১২:৪৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ১২:৪৫:৩২ অপরাহ্ন
চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের এক বিক্রয়কর্মী রুহুল আমিনকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে তিন উপজেলার আতঙ্ক রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত। বুধবার (১৯ নভেম্বর) বিকালে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসোইনের আদালতে হত্যাকাণ্ডের দায় শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

বিষয়টি বৃহষ্পতিবার (২০ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম। 

তিনি জানান, চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসোইন এর আদালতে বুধবার বিকালে সে সাবলিলভাবেই ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেভাবে বর্ণনা করেছিলো, সেভাবেই বর্ণনা করেছে। পরে তাকে আদালত জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-১১ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে রবিন ডাকাতকে। পুলিশ বুধবার চাঁদপুর  আদালতে প্রেরণ করে। সেখানেই আইনীপক্রিয়ায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। 

স্বীকারোক্তিতে রবিন জানায়, সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের ফরিদগঞ্জের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গত ১১ নভেম্বর রাতে রুস্তুমপুর এলাকায় পথিমধ্যে সে ও তার সহযোগী গতিরোধ করে। তার নিকট থেকে পণ্য বিক্রয়লব্ধ নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে রুহুল আমিন তাদের পিছু নেয়। এক পর্যায়ে ফরিদগঞ্জ থানাধীন রুস্তমপুর এলাকার সমিতি পোলের গোড়া নামক স্থানে রুস্তমপুরগামী পাকা রাস্তার ওপর লোকজনকে দেখে রুহুল আমিন সাহায্যের জন্যে ডাকাত বলে চিৎকার দিলে রবিন রুহুল আমিনকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। অস্ত্রটি সে তার সহযোগী পারভেজের কাছ থেকে নিয়েছে। প্রয়োজন মাফিক সে তার কাছ থেকে নিতো। ঘটনার পর সে পালিয়ে যায়। পরে র্যাব-১১ এর হাতে সে ধরা পড়ে। 

রবিনের বিষয়ে জানা গেছে, রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পটোয়ারী ছেলে। তার  বিরুদ্ধে সর্বশেষ হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। যার মধ্যে সবগুলোই ডাকাতি ও দস্যুতার। এর মধ্যে ফরিদগঞ্জ থানার দুটি এবং বাকী ১৩টি মামলা লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানার। 

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন (৩৭) নামে এক সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের এসআর নিহত হয়। নিহত রুহুল আমিনের বাড়ি ফরিদগঞ্জ পৌর  এলাকার ৪ নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের  মিজি বাড়ির অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানের ছেলে। 

হত্যকাণ্ডের পর গত ১৮ নভেম্বর মঙ্গলবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর (র‍্যাব) -১১  তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা হতে মো. রফিকুল ইসলাম  রবিনকে গ্রেফতার করে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]