দুই রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:৫২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:৫২:৫৮ অপরাহ্ন
দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের দুই শিক্ষার্থী আহতের ঘটনায় জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করাসহ ৩ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানও দেয় শিক্ষার্থীরা।

তাদের অন্য দুইটি দাবি হল- কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দেয়া। 

বিক্ষোভের সবশেষ পরিস্থিতি অনুযায়ী, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি চালক বিকল্প রাস্তা ব্যবহার করছেন। 

আন্দোলনকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আন্দোলন আরো জোরদার করা হবে। পুলিশ ফাঁড়ির পাশে এত কিছু হয়ে গেলো। অথচ ফাঁড়ির পুলিশরা কিছুই করতে পারেনি। তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ওই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। এ সময়, অসহযোগিতার জন্য ভিপির প্রতি নিন্দাও জানান তারা। 

সার্বিক বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ চেষ্টা করছে। তবে, এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।

এর আগে, গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় একটি রেস্টুরেন্টে তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিলো। এক পর্যায়ে ফিন্যান্স বিভাগের আল ফারাবী ও তাহমিদ আহমেদ বখশীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফারাবীকে বিনোদপুর এলাকা এবং বখশীকে হাবিবুর রহমান হলের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। 

শিক্ষার্থীরা জানায়, ফারাবী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বখশ হল শাখার নেতা ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]