পড়া মনে রাখার জন্য কোরআনে বর্ণিত এই সহজ দোয়াটি বেশি বেশি পড়ুন:
رَبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ: রাব্বি যিদনি ইলমা।
অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বহা: ১১৪)
আল্লাহর রাসুলের (সা.) কাছে জিবরাইল (আ.) যখন ওহি নিয়ে আসতেন, তিনি তাড়াহুড়া করে জিবরাইলের (আ.) সঙ্গে ওহি পড়ার ও মুখস্ত করার চেষ্টা করতেন, তখন আল্লাহ তাআলা তাকে তাড়াহুড়া করতে নিষেধ করেন এবং এ দোয়াটি পড়ার নির্দেশ দিয়ে বলেন, তোমার প্রতি ওহি সম্পূর্ণ হওয়ার আগে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না এবং বল, ‘রাব্বি যিদনি ইলমা’ অর্থাৎ হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সুরা ত্বহা: ১১৪)
এ ছাড়া পড়া মনে রাখার জন্য নিম্নোক্ত ৩টি দোয়াও পড়তে পারেন:
১. কোরআনে বর্ণিত দোয়া
رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى
উচ্চারণ: রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি।
অর্থ: হে আমার পালনকর্তা! আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন যেন লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা ত্বহা: ২৫-২৮)
২. কোরআনে বর্ণিত দোয়া
ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﻻَ ﻋِﻠْﻢَ ﻟَﻨَﺎ ﺇِﻻَّ ﻣَﺎ ﻋَﻠَّﻤْﺘَﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ
উচ্চারণ: সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
অর্থ: (হে আল্লাহ) আপনি পবিত্র! আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমরা আর কিছুই জানি না, নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা। (সুরা বাকারা: ৩২)
৩. নবীজি (সা.) থেকে বর্ণিত দোয়া
ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار
উচ্চারণ: আল্লাহুম্মান-ফা’নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া যিদনি ইলমা ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নার।
অর্থ: হে আল্লাহ! আমাকে আপনি যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন, আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দিন, আমার ইলম বাড়িয়ে দিন এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (সুনানে তিরমিজি: ৩৫৯৯)
رَبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ: রাব্বি যিদনি ইলমা।
অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বহা: ১১৪)
আল্লাহর রাসুলের (সা.) কাছে জিবরাইল (আ.) যখন ওহি নিয়ে আসতেন, তিনি তাড়াহুড়া করে জিবরাইলের (আ.) সঙ্গে ওহি পড়ার ও মুখস্ত করার চেষ্টা করতেন, তখন আল্লাহ তাআলা তাকে তাড়াহুড়া করতে নিষেধ করেন এবং এ দোয়াটি পড়ার নির্দেশ দিয়ে বলেন, তোমার প্রতি ওহি সম্পূর্ণ হওয়ার আগে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না এবং বল, ‘রাব্বি যিদনি ইলমা’ অর্থাৎ হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সুরা ত্বহা: ১১৪)
এ ছাড়া পড়া মনে রাখার জন্য নিম্নোক্ত ৩টি দোয়াও পড়তে পারেন:
১. কোরআনে বর্ণিত দোয়া
رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى
উচ্চারণ: রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি।
অর্থ: হে আমার পালনকর্তা! আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন যেন লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা ত্বহা: ২৫-২৮)
২. কোরআনে বর্ণিত দোয়া
ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﻻَ ﻋِﻠْﻢَ ﻟَﻨَﺎ ﺇِﻻَّ ﻣَﺎ ﻋَﻠَّﻤْﺘَﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ
উচ্চারণ: সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
অর্থ: (হে আল্লাহ) আপনি পবিত্র! আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমরা আর কিছুই জানি না, নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা। (সুরা বাকারা: ৩২)
৩. নবীজি (সা.) থেকে বর্ণিত দোয়া
ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار
উচ্চারণ: আল্লাহুম্মান-ফা’নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া যিদনি ইলমা ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নার।
অর্থ: হে আল্লাহ! আমাকে আপনি যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন, আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দিন, আমার ইলম বাড়িয়ে দিন এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (সুনানে তিরমিজি: ৩৫৯৯)