বগুড়ায় ইয়াবা বিক্রি করতে এসে পুলিশ-আনসারের ৪ সদস্য ধরা ডিবির জালে

আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০১:২৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:২৬:৫৬ অপরাহ্ন
বগুড়ায় ইয়াবা বিক্রি করতে আসা পুলিশের তিন সদস্য ও এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সবশেষ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে পুলিশ-আনসারের ওই চার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫০টি ইয়াবা জব্দ করা হয়। 

গ্রেপ্তার পুলিশের তিন সদস্য হলেন বগুড়া পুলিশ লাইনসে কর্মরত নায়েক আবদুল আলিম (৩৩), জয়পুরহাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেন (৩৭) ও রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত আবদুল ওয়াহাব (৪০)। গ্রেপ্তার অপরজন হলেন সফিপুর আনসার একাডেমির ব্যাটালিয়নের সদস্য আবু সুফিয়ান (৪২)।

ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে শহরের সাতমাথা এলাকায় একাত্তর আবাসিক হোটেলের সামনে ইয়াবা বিক্রি করতে আসা তিনজনকে চ্যালেঞ্জ করে। এ সময় আনসার সদস্য আবু সুফিয়ানের ব্যাগ তল্লাশি করে ৭০০টি ইয়াবা জব্দ করা হয়। আটক আবু সুফিয়ান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, কনস্টেবল সাখাওয়াত হোসেন ও আবদুল ওয়াহাব নিয়মিত ইয়াবা বিক্রি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেন। পরে কনস্টেবল সাখাওয়াতের মুঠোফোন পরীক্ষা করে ২৭ হাজার টাকার লেনদেন দেখা যায়।

আনসার সদস্য আবু সুফিয়ান আরও বলেন, বগুড়া পুলিশ লাইনসে কর্মরত নায়েক আবদুল আলিমও ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আবদুল আলিমকে আটকের পর তার ব্যাগ তল্লাশি করে ১৫০টি ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় বগুড়া জেলা ডিবির উপপরিদর্শক আবদুল কুদ্দুস চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একে অপরের সঙ্গে পূর্বপরিচিত এবং ঢাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর চারজন চার জেলায় বদলি হলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং তারা মাদক কারবার করতেন। গ্রেপ্তার চারজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]