
মাধুরী দীক্ষিতের নাচ ‘অশালীন’। সেই তুলনায় নৃত্যশৈলীতে এগিয়ে ছিলেন শ্রীদেবী। জাহ্নবী কপূরও কি এমন মনে করেন? সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় মাধুরী ও শ্রীদেবীকে নিয়ে এমন তুলনা করা হয়েছে। সেই ভিডিয়ো ‘লাইক’ করেছেন জাহ্নবী। কারও নজর এড়ায়নি অভিনেত্রীর ‘লাইক’। তার পর থেকেই বিতর্কে জড়িয়েছেন শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা। একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তাঁর দিকে।
‘বেটা’ ছবিতে ‘ধক ধক করনে লগা’ গানে মাধুরীর নাচ নিয়ে আজও চর্চা হয়। অভিনেত্রীর শরীরী হিল্লোল ঝড় তুলেছিল সেই সময়ে। সেই নাচ নাকি ‘অশালীন’! মাধুরীর সঙ্গে সেই ভিডিয়োয় তুলনা করা হয়েছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। ‘খুদা গওয়া’ ছবিতে শ্রীদেবীর অভিনয় ও নাচের জয়জয়কার করা হয়েছে সেই ভিডিয়োয়। ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, “গোটা ছবিতে কিছুই করেননি। কিন্তু ‘ধক ধক করনে লগা’ গানে অশালীন নাচ নেচে পুরস্কার পেয়েছিলেন। উল্টো দিকে ‘খুদা গওয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেও সেই স্বীকৃতি পাননি শ্রীদেবী।”
এই ভিডিয়ো ‘লাইক’ করতেই স্পষ্ট হয়, ওই বক্তব্যকে সমর্থন করছেন জাহ্নবী। তার পরেই রোষানলে পড়েন অভিনেত্রী। নিন্দকেরা কটাক্ষ করে বলেন, “এ বার হয়তো জাহ্নবীও বিরাট কোহলির মতো বলবেন, প্রযুক্তির ভুলে এই ভিডিয়োয় তিনি লাইক করেছেন।” অনেকের আবার দাবি, প্রচারের আলোয় থাকার জন্য এই ভিডিয়োয় ‘লাইক’ করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘বেটা’ এবং ‘খুদা গওয়া’ এই দুটি ছবিই মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে।
কিছু দিন আগে নেটপ্রভাবী তথা অভিনেত্রী অবনীত কৌরের সাহসী ছবিতে ‘লাইক’ করে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট। তার পরেই তার সপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, “প্রযুক্তিগত কারণে লাইক পড়ে গিয়েছে।”
‘বেটা’ ছবিতে ‘ধক ধক করনে লগা’ গানে মাধুরীর নাচ নিয়ে আজও চর্চা হয়। অভিনেত্রীর শরীরী হিল্লোল ঝড় তুলেছিল সেই সময়ে। সেই নাচ নাকি ‘অশালীন’! মাধুরীর সঙ্গে সেই ভিডিয়োয় তুলনা করা হয়েছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। ‘খুদা গওয়া’ ছবিতে শ্রীদেবীর অভিনয় ও নাচের জয়জয়কার করা হয়েছে সেই ভিডিয়োয়। ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, “গোটা ছবিতে কিছুই করেননি। কিন্তু ‘ধক ধক করনে লগা’ গানে অশালীন নাচ নেচে পুরস্কার পেয়েছিলেন। উল্টো দিকে ‘খুদা গওয়া’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেও সেই স্বীকৃতি পাননি শ্রীদেবী।”
এই ভিডিয়ো ‘লাইক’ করতেই স্পষ্ট হয়, ওই বক্তব্যকে সমর্থন করছেন জাহ্নবী। তার পরেই রোষানলে পড়েন অভিনেত্রী। নিন্দকেরা কটাক্ষ করে বলেন, “এ বার হয়তো জাহ্নবীও বিরাট কোহলির মতো বলবেন, প্রযুক্তির ভুলে এই ভিডিয়োয় তিনি লাইক করেছেন।” অনেকের আবার দাবি, প্রচারের আলোয় থাকার জন্য এই ভিডিয়োয় ‘লাইক’ করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘বেটা’ এবং ‘খুদা গওয়া’ এই দুটি ছবিই মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে।
কিছু দিন আগে নেটপ্রভাবী তথা অভিনেত্রী অবনীত কৌরের সাহসী ছবিতে ‘লাইক’ করে বিতর্কে জড়িয়েছিলেন বিরাট। তার পরেই তার সপক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, “প্রযুক্তিগত কারণে লাইক পড়ে গিয়েছে।”