রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের নিয়মিত এবং বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ২২ জন ব্যক্তিকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা, বিভিন্ন অপরাধের ওয়ারেন্ট এবং অন্যান্য মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। আরএমপি সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৩ জন। এছাড়া, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ১৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপি'র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।