শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত: অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম SATT

আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০২:৫৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০২:৫৬:৪২ অপরাহ্ন
“শিক্ষা হবে উন্মুক্ত, হবে বাণিজ্যমুক্ত”-এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম SATT Academy'র সংবাদ সম্মেলন।

শনিবার রাজশাহী নগরীর মাস্টারশেফ রেস্টুরেন্টের কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে তুলে ধরা হয় স্যাটের এক দশকের যাত্রা, ত্যাগ, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা।

প্রতিষ্ঠাতা এম. এ. রহমান (আজিজ) জানান, “আমি শুধু স্বপ্ন দেখাই না, তার বাস্তব রূপরেখাও আঁকি। আমার আয়, মেধা, সময় ও আরাম—সবকিছুই বিনিয়োগ করেছি এই একটাই লক্ষ্যে : যেন শিক্ষা হয় উন্মুক্ত, হয় বাণিজ্যমুক্ত।”

২০১৫ সালে যাত্রা শুরু করা স্যাট একাডেমি প্লাটফর্মটির বর্তমানে একটি অল-ইন-ওয়ান অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এতে একাডেমিক শিক্ষা, ভর্তি প্রস্তুতি, চাকরি ও স্কিল ডেভেলপমেন্ট একত্রে পাওয়া যায়।

বর্তমানে প্ল্যাটফর্মটিতে রয়েছে: ১ কোটির বেশি শিক্ষার্থী, ২০ লাখ প্রশ্ন, ১০ হাজার মডেল টেস্ট, ১ লক্ষ একাডেমিক কনটেন্ট, অহফৎড়রফ ও ডবন ভার্সনে অ্যাক্সেস যোগ্যতা।

প্রেস কনফারেন্সে আজিজুর রহমান বলেন,“স্যাট এখন কেবল একটি অ্যাপ নয়, এটি একটি চেতনা। ইতোমধ্যে আমরা ১০ মিলিয়নের বেশি শিক্ষার্থীকে ছুঁয়েছি। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশের ৬৪টি জেলায় অফলাইন সাপোর্ট হাব প্রতিষ্ঠা করা।”

তিনি জানান, প্রায় ১.৫ কোটি টাকা নিজের পুঁজি থেকে বিনিয়োগ করেছেন এই উদ্যোগে। নানা সামাজিক বাধা ও অপবাদ পেরিয়ে আজ স্যাট হয়ে উঠেছে একটি জাতীয় শিক্ষাবিপ্লবের প্রতীক।

ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে: দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে ক্যারিয়ার রোডম্যাপ, গ্রামীণ শিক্ষার্থীদের জন্য অফলাইন টেস্ট সেন্টার, প্রযুক্তিনির্ভর নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা,রাষ্ট্রীয় সহায়তা পেলে স্যাটের সব ফিচার ১০০% ফ্রি করার অঙ্গীকার।

প্রেস কনফারেন্সে আরও বক্তব্য রাখেন, জুনিয়র স্যাটিয়ান রেজওয়ান সিদ্দিক তামিম, ম্যানেজার নাজ্জার হোসেন রাজু, শিক্ষক মারুফ হোসেন, কনটেন্ট টিম লিডার ইফতেকার রহমান ধ্রুব এবং শিক্ষক ও ট্রেইনার মেহেরুন্নেসা মিম।

অনুষ্ঠানে ছিল এক দশকের সংগ্রামের চিত্রায়ন, তরুণদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য, প্রশ্নোত্তর পর্ব ও প্রেস কিট বিতরণ।

শেষে ফাউন্ডার বলেন, “টাকার পেছনে নয়, জ্ঞানের পেছনে দৌড়াও—তাহলেই একদিন সারা দুনিয়া তোমার পেছনে দৌড়াবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]