রাজশাহীতে হত্যা মামলার আসামি রিপন গ্রেফতার

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:০৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:০৮:১৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি মো. রিপন (৪৩)-কে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুমানিক ভোররাত পৌনে ৫টায় বাঘা থানার নারায়নপুর এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা। 

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ভিকটিম অমর ফারুক ওরফে শান্ত (২৪)-কে নির্মমভাবে হত্যা করা হয়। গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৫টায় রাজপাড়ার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার চায়ের দোকানের সামনে গজ চিপা গলির ভরাট পুকুরে ভিকটিমকে ধারালো চাকু ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়। এজাহারে এ হত্যা মামলায় মোট ৩ জন আসামি রয়েছে। 

গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আরএমপি’র অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]