চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্তে দুই দফায় নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার পর বিজিবি ও পুলিশ তাদের আটক করে গোমস্তাপুর থানা হস্তান্তর করেছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯/৭১-এর কাছ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি এলাকায় বাংলাদেশিদের পুশইন করা হয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পুশইনের শিকাররা হলেন খুলনা, যশোর, নড়াইল, মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকার ১৫ নারী, শিশু ও পুরুষ।
গত ছয় মাসে গোমস্তাপুর সীমান্ত ও জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৬ দফায় মোট ৯২ বাংলাদেশি পুশইনের শিকার হয়েছেন।
বিজিবি সংশ্লিষ্ট নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, দুপুর ১২টার দিকে সীমান্তে দুই বাহিনীর কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে লিখিতভাবে ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সীমান্তে তৎপরতা আরও জোরদার করা হবে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯/৭১-এর কাছ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি এলাকায় বাংলাদেশিদের পুশইন করা হয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পুশইনের শিকাররা হলেন খুলনা, যশোর, নড়াইল, মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকার ১৫ নারী, শিশু ও পুরুষ।
গত ছয় মাসে গোমস্তাপুর সীমান্ত ও জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৬ দফায় মোট ৯২ বাংলাদেশি পুশইনের শিকার হয়েছেন।
বিজিবি সংশ্লিষ্ট নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, দুপুর ১২টার দিকে সীমান্তে দুই বাহিনীর কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে লিখিতভাবে ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সীমান্তে তৎপরতা আরও জোরদার করা হবে।