বলিউডে ২০২৬-এর তমন্না ঝড়: পাঁচটি ছবিতে প্রধান ভূমিকায় তমন্না ভাটিয়া

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১১:৩০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১১:৩০:২২ অপরাহ্ন
বিজয় বর্মা না থাকলেও তমন্না ভাটিয়ার জন্য আসন্ন বছর ঝরে যাচ্ছে একগুচ্ছ ছবির সুযোগে। ২০২৬ সালে তিনি ‘ও রোমিও ‘ভি শান্তারাম’, ‘ভান’, ‘রেঞ্জার’ ও ‘মারিয়া আইপিএস’ ছবিতে দেখা যাবে। প্রথম ছবিতে তার বিপরীতে থাকবেন তৃপ্তি ডিমরী, আর দ্বিতীয় ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী।

অন্যদিকে, আলিয়া ভট্ট ও কৃতি সেননের হাতে থাকছে কম ছবির সুযোগ। আলিয়া অভিনয় করবেন ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়র-এ। ‘আলফা-তে ববি দেওলের সঙ্গে, আর ‘লাভ অ্যান্ড ওয়র-এ সঞ্জয় লীলা ভন্সালী ও রণবীর কপূরের সঙ্গে। শর্বরী অভিনয় করবেন ইয়ে প্রেম মোল লিয়া-তে আয়ুষ্মান খুরানার বিপরীতে।

রশ্মিকা মন্দানাও হাতে নিয়েছেন ‘ককটেল ২ ও বর্ডার ২। কৃতির সঙ্গে ‘ককটেল ২’-তে শাহিদ কপূরের সঙ্গে দেখা যাবে।

২০২৬ সালে বলিউডে মূলত তমন্না ভাটিয়ার ছাপ সবচেয়ে বেশি দৃশ্যমান হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]