রাণীশংকৈল (ঠাকুরগাঁও): একদিনে '২১ হাজার সাংবাদিক তৈরির' হুমকি দিয়ে আলোচিত রাণীশংকৈল পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আলমগীর সরকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দেশব্যাপী 'ডেভিল হান্ট-২' অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক মেয়র আলমগীর সরকারকে তার ভান্ডারা বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলা রয়েছে।
এ প্রসঙ্গে রাণীশংকৈল থানা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, "বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আলমগীর সরকারকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে।"
আলোচিত বিতর্ক ও রাজনৈতিক পটভূমি:
আলমগীর সরকার অতীতে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন:
-
সাংবাদিককে হুমকি: ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি স্থানীয় এক সাংবাদিক পৌরসভার রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় তাকে হত্যার হুমকি দেন এবং ইউএনও অফিস ঘেরাও করেন। এ সময় তিনি দাপট দেখিয়ে বক্তব্য রাখেন যে, "একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা হবে তোমার মত সাংবাদিকে শায়েস্থা করতে।"
-
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি ক্ষমতার দাপট দেখিয়ে একজন সাংবাদিকের শার্টের কলার ধরে শায়েস্তা করেছিলেন।
-
বহিষ্কার ও পুনর্বহাল: ২০২১ সালে তিনি দলের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোয় আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কার করে। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং তিনি যুবলীগ সভাপতির পদ ফিরে পান।