নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৭:৫৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৭:৫৪:২৯ অপরাহ্ন
নোয়াখালীতে বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ কবিরহাটের মহামিলনমেলা হয়েছে।  এই অনুষ্ঠানে গ্রাহকদের জন্য নতুন নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের ঘোষণা করা হয়।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজনে জেলার সোনাইমুড়ীর বারগাঁও গ্রামের গ্রীণ পার্কে জমকালো আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টা পর্যন্ত নানা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ-কবিরহাটের সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সঞ্চালনায় মহামিলন মেলায় বক্তব্য রাখেন, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার মো.আবুল কাসেম, যমুনা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম প্রমূখ।  

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও ম্যানেজার অপারেশন গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখার উদ্দেশ্যে গ্রাহক সেবা সহজতর করার লক্ষে পরামর্শ গুলো তুলে ধরেন। মিলনমেলায় পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধের দৃঢ় প্রকাশ ঘটে। আলোচনা, সাংস্কৃতিক আয়োজন ও মিলনমুখর পরিবেশে আয়োজিত এই মহামিলন মেলা ব্যাংকারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এতে চলমান ব্যাংক পদ্ধতির সার্বিক উন্নয়নে সরকারের যে কোন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বসুরহাট ব্যাক ব্যাংক পিএলসির এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সত্যজিৎ পাল, ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ এমদাদুল হকসহ ১৪০ জন ব্যাংকার উপস্থিত ছিলেন।  

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]