রাবি শিক্ষার্থীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আম খাওয়ালো ছাত্রদল

আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০৯:৫৮:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৯:৫৮:৫৭ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আবাসিক হলগুলোতে আম বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার (৩১ মে) দুপুর ২টায় শহীদ জিয়াউর রহমান হলে আম বিতরণের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে শেরে বাংলা হল ও বিজয় ২৪ হলসহ ১৭টি হলেই আম বিতরণ করা হবে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, ছাত্রদলের এই কর্মসূচি তাদের ভাল লেগেছে। বিগত সময়ে হলগুলোতে এমন উদ্যোগ কেউ গ্রহণ করেনি। আগে যে গেস্টরুমের সংস্কৃতি ছিলো সেই সংস্কৃতি তারা আর দেখতে চান না। এভাবেই সকল ছাত্রসংগঠনগুলো শিক্ষার্থীদের স্বার্থে কাজ করুক।

রাবি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘শিক্ষার্থীরা যেন উৎসবমুখর পরিবেশে ঈদের ছুটিতে বাড়ি গিয়ে ঈদ উদযাপন করে আবার সুস্থভাবে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পারে সেই প্রত্যাশা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]