ক্যারির সেঞ্চুরিতে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০২:২৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০২:২৬:২৪ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার খারাপ সময়ে জ্বলে উঠলেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ও ব্যাটসম্যান উসমান খাজা। বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাডিলেডে শুরু হয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। স্মিথের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েই দারুণ ব্যাটিং করেছেন উসমান খাজা। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ে দলকে সামলে নিয়েছেন ক্যারি। এই দুই জনের ব্যাটে ভর করে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অজিরা।

অ্যাডিলেডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। বমি বমি ভাব এবং মাথা ঘোরার কারণে অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন স্মিথ। তার জায়গায় দলে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন উসমান খাজা। চার নম্বরে নেমে খেলেন ৮২ রানের দুর্দান্ত ইনিংস।

তবে এক সময় ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলের হাল ধরেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। করেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১৪৩ বলে ১০৬ রানের ইনিংস খেলে আউট হন ক্যারি। তার আগে ভালো অবস্থায় পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।

ক্যারি ও খাজা ছাড়াও ছোট ছোট ক্যামিও ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে প্রথম দিনে এগিয়ে রেখেছে ব্যাটসম্যানরা। জশ ইংলিশ ৩২ রান করে আউট হন। আর দিন শেষে ৩৩ রানে অপরাজিত আছেন মিচেল স্টার্ক। তার সঙ্গে আগামীকাল ক্রিজে থাকবেন নাথান লায়ন, যিনি ১৮ বলে শূন্য রানে অপরাজিত আছেন।

দিন শেষে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৩২৬ রানের। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জোফরা আর্চার। ২৯ রান খরচায় ৩ উইকেট নেন এই পেসার। দুইটি করে উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স ও উইল জ্যাকস।  

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]