রাজশাহী মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পাঁচানী মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
বুধবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ রুবেল আলী। এ সময় স্থানীয় নেতাকর্মী, ক্রীড়াবিদ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।