জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে - শিক্ষা উপদেষ্টা

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৮:০৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৮:০৩:২১ অপরাহ্ন
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, বাংলাদেশে দক্ষ গ্রাজুয়েট প্রয়োজন যারা দেশের উন্নয়নে ও সমৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম। কিন্তু শিক্ষা যদি কেবল পেশাগত প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে গুরুত্বপূর্ণ একটি বিষয় হারিয়ে যায়। আমাদের কণ্ঠস্বর, বিচারবুদ্ধি ও শিক্ষাকে কেবল পেশাগত উৎকর্ষের জন্য নয় বরং ন্যায়সঙ্গত মানবিক সমাজ গড়ার জন্য ব্যবহার করতে হবে। জ্ঞান শক্তিশালী এবং সেই শক্তি সততার সাথে ব্যবহার করা উচিত।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় জনসাধারণের আমানত। এটি এমন একটি বিনিয়োগ যা এই বিশ্বাস ধারণ করে যে জ্ঞান কেবল ব্যক্তিগত উচ্চাকাক্সক্ষা চরিতার্থের জন্য নয় বরং জনসাধারণের মঙ্গলের জন্য। শিক্ষার অর্থ শুধু নিরপেক্ষতা নয়, শিক্ষিতদের নীরবতা আপোসের সমতুল্য। সেই নীরবতা মূলত একটি দায়িত্বের পরিত্যাগ। মানুষ অন্যায়ের, অন্যায্যতার সম্মুখীন হলে অবশ্যই নিরপেক্ষ না থেকে আমাদের একটা অবস্থান গ্রহণ করতে হবে।

বাংলাদেশের ইতিহাসে ড. মোহাম্মদ শামসুজ্জোহা এবং বদরুদ্দীন উমরের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, তাঁরা আমাদের দেখিয়েছেন শিক্ষা হলো ইতিহাসকে সহজ করা থেকে বিরত থাকা, কাঠামোগত অন্যায় থেকে মুখ ফিরিয়ে না নেওয়া এবং শিক্ষাকে শুধু ব্যক্তিগত উন্নতির সোপান হিসেবে না দেখা। বাংলাদেশে এখন শুধু দক্ষ পেশাদার নয়, সচেতন ও দায়িত্বশীল নাগরিকও অনেক প্রয়োজন। এমন স্নাতকদের প্রয়োজন যারা কেবল নিজ সফলতার স্বপ্নে বিভোর না থেকে অন্যদের উপর তাদের সফলতার প্রভাব সম্পর্কেও ভাবে। এইসব প্রদীপ্ত চেতনার মানুষ ক্ষয়িষ্ণু প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, গলার জোরে নয় বরং বুদ্ধিদীপ্ত কথা বলবে।

স্নাতকদের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমাদের সফলতা কেবল পদ দ্বারা নয় বরং অবদান দ্বারা পরিমাপ করা হবে। নিজেকে জিজ্ঞেস করো তোমার কাজ কি সুযোগকে প্রসারিত করে না সংকুচিত করে, জনগণের আস্থা যোগায় না ক্ষুণ্য করে, তুমি কি তোমার শিক্ষাকে কেবল নিজেকে উন্নত করতে ব্যবহার করছ না সমাজসেবায়। এই প্রশ্নগুলো সব সময় আরামদায়ক হবে না কিন্তু এগুলো দায়িত্বশীল নাগরিককে সংজ্ঞায়িত করে। এসময় তিনি তরুণদের কাছে তাদের জ্ঞান এবং সাহসের মাধ্যমে জনসাধারণের মঙ্গলে একটি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং নাগরিক সম্পৃক্ততার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ ও মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, স্বাগত বক্তব্য প্রদান করেনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। অনুষদসমূহের ডিনবৃন্দ নিজ নিজ অনুষদের এবং ইনস্টিটিউটসমূহের গভর্নিং বডির সভাপতি উপাচার্য ইনস্টিটিউটসমূহের ডিগ্রি উপস্থাপন করলে সমাবর্তন সভাপতি ডিগ্রি অর্জনকারীদের ডিগ্রিতে ভূষিত করেন।

এসময় সভাপতি স্নাতক, স্নাতকোত্তর, এমবিবিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী ৯ জনকে সরাসরি সনদপত্র প্রদান করেন। সমাবর্তনে সিনেট ও সিন্ডিকেট সদস্য, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি ও নিবন্ধিত শিক্ষকবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]