বিয়ের ২ বছর পূর্ণ হওয়ার আগেই সহিংসতার শিকার ৯৬ শতাংশ নারী

আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৮:৩৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৮:৩৯:২৯ অপরাহ্ন
বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই কোন না কোন সহিংসতার শিকার হয় ৯৬ শতাংশ নারী। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ-আইসিডিডিআর,বি এক গবেষণায় এ তথ্য জানিয়েছে।

গবেষণা তথ্য বলছে, বিয়ের প্রথম ছয় মাসের মধ্যেই ৭৯ শতাংশ নারী স্বামীর নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন। দুই বছরের আগেই ৫২ শতাংশ আর্থিক সহিংসতা, ২৩ শতাংশ মানসিক সহিংসতা, ১৫ শতাংশ শারীরিক সহিংসতা এবং ১৪ শতাংশ যৌন সহিংসতার শিকার হন।

মাত্র ৪ শতাংশ নারী জানান যে, এই সময়ে তারা কোনো ধরনের সহিংসতার অভিজ্ঞতা পাননি। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সংস্থ্যাটির সাসাকাওয়া অডিটরিয়ামে ‘বাংলাদেশের নির্বাচিত গ্রামীণ ও শহরাঞ্চলে নববিবাহিত দম্পতিদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত প্রেক্ষাপট ও চাহিদা নিরূপণ’- শীর্ষক এ গবেষণা ফলাফল প্রকাশ করা হয়। 

গবেষণায় অল্প বয়সে বিয়ের প্রবণতা লক্ষ করা গেছে। গ্রামের ৪৩ শতাংশ নারীর ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যাচ্ছে।

শহরের বস্তিতে এ হার ৬৫ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে  গ্রামে ১৫ শতাংশ এবং শহরে ৩৭ শতাংশ ২১ বছরের আগেই বিয়ে করেছেন। গবেষণায় জানা যায়, ৭৩ শতাংশ নারী বিয়ের প্রথম বছরে গর্ভধারণ করছে। এর মধ্যে ৪৭ শতাংশ নারীর গর্ভধারণ-ই ছিল অনিচ্ছাকৃত বা সময়ের আগেই।

বাংলাদেশের নির্বাচিত গ্রামীণ এলাকা ও শহরের বস্তি এলাকায় নববিবাহিত দম্পতিদের জীবনে অল্প বয়সে বিয়ে, দ্রুত গর্ভধারণ এবং দাম্পত্য সহিংসতা এখনো উদ্বেগের বিষয় বলে জানান বিশেষজ্ঞরা। 

২০২২ সালের ডিসেম্বর মাসে শুরু হওয়া এ গবেষণা চলে  ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। আইসিডিডিআর,বি-র চারটি এলাকায় মিশ্র-পদ্ধতির গবেষণাটি পরিচালিত হয়। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কক্সবাজার জেলার চকরিয়া ও চাঁদপুর জেলার মতলব উপজেলার দম্পতিরা। এছাড়া শহরের বস্তিগুলোর মধ্যে বেছে নেয়া হয়েছিল ঢাকার মিরপুর ও কড়াইল।


গবেষণায় মোট ৬৬৬ নববিবাহিত দম্পতি এতে অংশ নেন। গবেষণায় অংশগ্রহণকারী নারী বিয়ের পরপরই গ্রামে ৬০ শতাংশ এবং শহরে ৬৬ শতাংশ পড়াশোনা বন্ধ করেছেন। এর পেছনে স্বামী ও শ্বশুরবাড়ির আপত্তি, বাবা-মায়ের সিদ্ধান্ত, বিয়ের পর বাসস্থান পরিবর্তন, সামাজিক রীতি এবং আর্থিক সীমাবদ্ধতা কাজ করেছে।

আইসিডিডিআর,বি-এর বিজ্ঞানী ও এই গবেষণার প্রধান গবেষক ড. ফৌজিয়া আখতার হুদা, সহকারী বিজ্ঞানী তারানা-ই-ফেরদৌস এবং রিসার্চ ইনভেস্টিগেটর সৈয়দ হাসান ইমতিয়াজ যৌথভাবে গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
 
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাডসার্চের প্রকল্প সমন্বয়কারী ও সহযোগী বিজ্ঞানী আনিসুদ্দিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডসার্চের প্রকল্প পরিচালক ও সিনিয়র সায়েন্টিস্ট (এমেরিটাস) ড. শামস এল আরেফিন।

সেমিনারে আইসিডিডিআর,বি-র বিজ্ঞানী ড. আহমেদ এহসানূর রহমানের সঞ্চালনায় একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী) ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার। 

তিনি বলেন, দ্রুত সন্তান ধারণ একটি বড় সমস্যা। সচেতনতার অংশ হিসেবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় বর্তমানে অ্যাডলসেন্ট হেলথ প্রোগ্রাম, স্কুল হেলথ প্রোগ্রামসহ বেশ কিছু কার্যক্রম চালু আছে। আমরা আরো বড় পরিসরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সচেতন করার কথা ভাবছি।

এছাড়া ওজিএসবি সাবেক সভাপতি ডা. ফারহানা দেওয়ান বলেন, পারিবারিক ও সামাজিক চাপে পরে অনেক নারীকেই অল্প বয়সেই গর্ভধারণ করতে হচ্ছে। যা তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য তাদের পর্যাপ্ত পুষ্টি চাহিদা নিশ্চিত করতে হবে। জন্ম বিরতিকরণ পদ্ধতি সম্পর্কে জানাতে সচেতনা বাড়াতে হবে। লোকাল কমিউনিটির মানুষজন এক্ষেত্রে অবদান রাখতে পারে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]