কুমিল্লার তিতাস উপজেলায় এক ভিক্ষুকের কাছ থেকে টাকা ‘ছিনতাই’য়ের ঘটনায় মো. ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলার মঙ্গলকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার জগৎপুর-মঙ্গলকান্দি সংযোগ ব্রিজের ওপর ভিক্ষুক আমির হোসেনের (৭০) গতিরোধ করে স্থানীয় কয়েকজন।
এ সময় তার সারা দিনের উপার্জিত ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী ভিক্ষুক বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে মো. ফারুককে আটক করে তিতাস থানা পুলিশ।
ভুক্তভোগী আমির হোসেন জানান, তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায়। বর্তমানে তিনি তিতাস উপজেলার বাতাকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। মঙ্গলবার দুপুরে মঙ্গলকান্দি-জগৎপুর ব্রিজে উঠলে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে থাকা ৯০০ টাকা নিয়ে যায়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন কালের কণ্ঠকে বলেন, ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার জগৎপুর-মঙ্গলকান্দি সংযোগ ব্রিজের ওপর ভিক্ষুক আমির হোসেনের (৭০) গতিরোধ করে স্থানীয় কয়েকজন।
এ সময় তার সারা দিনের উপার্জিত ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী ভিক্ষুক বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আজ বুধবার দুপুরে মো. ফারুককে আটক করে তিতাস থানা পুলিশ।
ভুক্তভোগী আমির হোসেন জানান, তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায়। বর্তমানে তিনি তিতাস উপজেলার বাতাকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। মঙ্গলবার দুপুরে মঙ্গলকান্দি-জগৎপুর ব্রিজে উঠলে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে থাকা ৯০০ টাকা নিয়ে যায়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন কালের কণ্ঠকে বলেন, ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।