খারাপ ভাগ্য পরিবর্তনের দোয়া

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:৫৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:৫৮:২৮ অপরাহ্ন
বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা এত খুশি হন যে দোয়ার কারণে অনেক সময় তিনি তকদিরের লিখনও বদলে দেন। সালমান ফারসি (রা.) থেকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন) বলেছেন, দোয়া ছাড়া অন্য কিছুই তাকদিরের লিখন পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। (সুনানে তিরমিজি: ২১৩৯)

তাই নিজেকে দুর্ভাগা মনে হলেও হতাশ হবেন না। বেশি বেশি দোয়া করতে থাকুন। দোয়ার বদলায় আল্লাহ তাআলা আপনার খারাপ ভাগ্যও বদলে দিতে পারেন।

খারাপ ভাগ্য পরিবর্তনের জন্য নবীজি (সা.) থেকে বর্ণিত এ দোয়াটি পড়ুন:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الأَعْدَاءِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সু-ইল কাযা-ই, ওয়া শামাতাতিল আ‘দা-ই।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং বিপদে শত্রুর আনন্দিত হওয়া থেকে। (সহিহ বুখারি: ৬৩৪৭, সহিহ মুসলিম: ২৭০৭)

দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও সৌভাগ্য প্রার্থনা করে কোরআনে বর্ণিত এ দোয়াটিও পড়ুন:

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: ‍রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ ওয়া ফিল-আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান-নার

অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং আগুনের আযাব থেকে রক্ষা করুন। (সুরা বাকারা: ২০১)

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]