“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার
(১৮ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক ও বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, টিটিসি প্রশিক্ষক সাদেকুল ইসলাম, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, আশরাফুল আলম ও হজরত আলী প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসীর পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানে যেতে আগ্রহীদের প্রতারণা ও হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। টিটিসি প্রশিক্ষক সাদেকুল ইসলাম বলেন, বিদেশে গিয়ে টিকে থাকতে হলে প্রশিক্ষণ ও দক্ষতার বিকল্প নেই। তিনি বিদেশ গমনেচ্ছুদের সরকারিভাবে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা বেগম বলেন, প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশি প্রবাসীরা আরও এগিয়ে থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বিদেশে যেতে ইচ্ছুকদের সচেতন থাকার পাশাপাশি অন্তত একটি দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।