সৌদি পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ হজযাত্রী

আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৩:২৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৩:২৮:৩৪ অপরাহ্ন
হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২২৪টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

মঙ্গলবার (৩ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
 
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। 
  
আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত নাগাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
 
চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১৭ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গত রোববার (১ মে) নীলফামারী সৈয়দপুরের মো. জাহিদুল ইসলাম (৫৯) মক্কায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন দশজন ও মদিনায় সাতজন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]