শাহমখদুম কেন্দ্রিয় ঈদগাহ্ ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা রুহুল আমীন

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৪:০৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ১২:১২:৪৫ পূর্বাহ্ন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী শাহমখদুম কেন্দ্রিয় ঈদগাহ্ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এবার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন রাজশাহীর তানোরের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে, দ্বিন, ইসলামী চিন্তাবিদ, লেখক ও বাংলাদেশের প্রথম সারির ইসলামী বক্তা মাওলানা রুহুল আমীন। তিনি মহানগরীর উপশহর নূর মজজিদের খতিব এবং কাশফুল কুরআন মাদ্রাসার চেয়ারম্যান। এছাড়াও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ডিরেক্টর মাওলানা রুহুল আমীন।  

রাজশাহী শাহমখদুম কেন্দ্রিয় ঈদগাহ্ ময়দানে ইমামতি খবরটি ইতি মধ্যেই নগরজুড়ে ছড়িয়ে পড়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মাওলানা রুহুল আমিনকে নিয়ে আলাপচারিতা করতে শোনা যাচ্ছে। অনেকে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক), ইউটিউব-এ এতদিন যাকে দেখেছি, যার ইসলামী বক্তব্য শুনেছি, এবার সরাসরি তার বক্তব্য শোনা যাবে এটা সত্যিই খুব আনন্দের। তাই নগরীর বিভিন্ন প্রান্তের বাসিন্দারা এবার ঈদের জামাত আদায় করতে শাহমখদুম কেন্দ্রিয় ঈদগাহ্ ময়দানে যাবেন। এমন আলাপচারিতাও শোনা যাচ্ছে।

এবার ঈদের নামাজে হাজারো মুসল্লি অংশ নেবেন বলে শাহমখদুম কেন্দ্রিয় ঈদগাহ্ কমিটি সূত্রে জানা গেছে।

ঈদের নামাজ নামাজ শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায়, মুলিম উম্মাহ্ ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে বলে জানা গেছে। 

রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুবিদার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]