প্রাইম ব্যাংক ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৫৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৫৮:৪৪ অপরাহ্ন
 বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দ্বিতীয় প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর বিভিন্ন প্রিমিয়াম সেবা ব্যবহারে সর্বোচ্চ ২৫% পর্যন্ত এক্সক্লুসিভ ছাড় উপভোগ করতে পারবেন। এই সেবাসমূহের মধ্যে রয়েছে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এবিএ বা বিহেভিয়ার থেরাপি, মিউজিক থেরাপি, আর্লি ইন্টারভেনশন, গ্রুপ থেরাপি এবং স্পেশাল এডুকেশন – যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক শিশুবিকাশে সহায়ক ভূমিকা রাখার জন্য সুচিন্তিতভাবে পরিকল্পিত।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তৌকির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তামান্না কাদরী; ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মাইনুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]