নাটোরে পূজার দায়িত্বে থাকা আনসার সদস্য ও পুরোহিতের মৃত্যু


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-10-2022

নাটোরে পূজার দায়িত্বে থাকা আনসার সদস্য ও পুরোহিতের মৃত্যু

নাটোরের তেবাড়িয়ায় পূজার সময় পুরোহিত এবং নলডাঙ্গায় দায়িত্বরত অবস্থায় এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন: নাটোর পৌর এলাকার তেবাড়িয়া পালপাড়া মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী এবং আচরাখালী আনন্দময়ী কালীমন্দিরে দায়িত্বরত আনসার সদস্য আলাউদ্দিন আলী (৫৯)। বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। অন্যদিকে, আলাউদ্দিন মাধনগরের ভট্টপাড়া গ্রামের বাসিন্দা।

নাটোর জেলা আনসার অ্যাডজুট্যান্ট শফিকুল আলম জানান, মঙ্গলবার (৪ অক্টোবর) আচরাখালী আনন্দময়ী কালীমন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করেন আনসার সদস্য আলাউদ্দিন আলী। রাত সাড়ে ৩টার দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার (৫ অক্টোবর) সকালে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

অপরদিকে, একই দিন বেলা ১১টার দিকে নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়া সর্বজনীন দুর্গামণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে পড়লে মন্দির কমিটির লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্বনাথের ছেলে পার্থ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ উল্লিখিত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]