এক ট্রেনেই টিকিট ছাড়া ২০০ যাত্রী, জরিমানা


স্টাফ রিপোর্টার , আপডেট করা হয়েছে : 10-10-2022

এক ট্রেনেই টিকিট ছাড়া ২০০ যাত্রী, জরিমানা

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর একতা এক্সপ্রেসের ২০০ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। তাদের থেকে মোট ৭৫ হাজার ৩২০ টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (৯ অক্টোবর) দিনগত রাতে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে এ অভিযান চালানো হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তালুকদার জানান, ‘রোববার রাতে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। পুরো ট্রেন একবার চেকিং করে টিকিটবিহীন ২০০ যাত্রী পাওয়া যায়। জরিমানাসহ ভাড়া বাবদ তাদের থেকে মোট ৭৫ হাজার ৩২০ টাকা আদায় করা হয়েছে। এদের একজনের কাছে টিকিট দেখতে চাইলে মোবাইলে টিকিটটি দূর থেকে দেখালেন। ইচ্ছে করেই দেখার চেষ্টা করলাম, দেখলাম টিকিট গতকালের। চালাকির জন্য তাকে বেশ বড় অংকের অর্থ জরিমানা করা হয়েছে।

৮ অক্টোবর রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেসে অভিযান চালান তিনি। ওই অভিযানে ৭৭ যাত্রীকে ১৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]