রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজনে কর্মকর্তাদের সাথে রাসিক মেয়রের সভা


আবু হেনা: , আপডেট করা হয়েছে : 04-02-2022

রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজনে কর্মকর্তাদের সাথে রাসিক মেয়রের সভা

রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ উপলক্ষে নগর ভবনে রাসিকের কর্মকর্তাদের সাথে সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার সন্ধ্যায় সভায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন সফল করতে বিভিন্ন  নিদের্শনা প্রদান করেন মেয়র।

আগামী ২৫, ২৬, ২৭ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ তিনদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। এতে উভয় দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্পের উপদেষ্টা আশরাফুল হক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী আসাদুজ্জমান সুইট, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল ইসলাম, ইভেন্ট ম্যানেজার ফরহাদ হোসেন আদনান, ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি ও শামসুজ্জামান রতন, এএস-এমই (জেভি)-এর স্বত্বাধিকারী ফিরোজ কবির মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় / এম জি



Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]